বিনোদন ডেস্ক :
ভারতীয় তামিল সিনেমার সুপারস্টার থালাপথি বিজয়ের ভক্ত-অনুরাগীরা রেকর্ড গড়েছে। সেই রেকর্ড অন্তর্জালের, টুইটার হ্যান্ডেলে রি-টুইটের। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি বিজয় টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছিলেন। ছবিটি এক লাখ ৫৯ হাজারের বেশি রি-টুইট করেছে বিজয়ের ভক্তকুল।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, রেকর্ড গড়া ছবির ক্যাপশনে বিজয় লিখেছিলেন, ‘ধন্যবাদ নেভেলি’। ছবিটি তামিলনাড়ুর নেভেলি থেকে তোলা, যেখানে অভিনেতা একটি ভ্যানের উপরে দাঁড়িয়ে তাঁর ভক্তদের সঙ্গে সেলফি তোলেন। ছবিটি লোকেশ কনগরাজের সিনেমার শুটিংয়ের সময় তুলেছিলেন বিজয়।
প্রতিবেদনে আরো জানানো হয়েছে, টুইটটি এ পর্যন্ত এক লাখ ৫৯ হাজারের বেশি রি-টুইট এবং তিন লাখ ৭৯ হজারের বেশি মানুষ লাইক করেছে। এখন ভক্তরা টুইটারে #বিজয়রুলডটুইটার২০২০ ট্রেন্ড করে এ রেকর্ড উদযাপন করছে। গত বছর বিজয়ের ‘বিগিল’ সিনেমার প্রথম লুক পোস্টারটি টুইটারে সর্বাধিক রি-টুইট করা পোস্টে পরিণত হয়েছিল।
রি-টুইটে রেকর্ড বিজয়ভক্তদের
https://twitter.com/actorvijay?
মুক্তির অপেক্ষায় আছে বিজয়ের বহুল প্রতীক্ষিত ‘মাস্টার’ সিনেমা। প্রথমবারের মতো নির্মাতা লোকেশ কনগরাজের সঙ্গে কাজ করেছেন থালাপথি বিজয়। এ সিনেমায় বিজয়ের নায়িকা মালবিকা মোহনন। প্রধান খলনায়কের চরিত্রে বিজয় সেতুপতি। সিনেমার গানের সুর করেছেন অনিরুধ রবিচন্দ্র। সিনেমাটি প্রযোজনা করেছে এক্সবি ক্রিয়েশনস।
