হোম খেলাধুলা রিয়াল মাদ্রিদ বনাম চেলসি: পরিসংখ্যানে এগিয়ে কারা

খেলার সংলাপ:

চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচ খেলতে নামছে রিয়াল মাদ্রিদ ও চেলসি। বুধবার (১২ এপ্রিল) রাত একটায় দুদলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচের আগে চলুন দেখে নেয়া যাক মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে কারা।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদ ও চেলসি এখন পর্যন্ত ৭ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে জয়ের পাল্লাটা হেলে আছে ইংলিশ ক্লাবটির দিকে। চেলসির ৪ জয়ের বিপরীতে রিয়াল মাদ্রিদের জয় এক ম্যাচে, ২টি ম্যাচ ড্র। আবার শুধু চ্যাম্পিয়ন্স লিগ বিবেচনায়ও এগিয়ে চেলসি। তাদের ২ জয়ের বিপরীতে স্পেনের ক্লাবটি জিতেছে এক ম্যাচে, একটি ম্যাচ ড্র।

দুদলের সবশেষ দেখায় জিতেছিল চেলসি। গত বছর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চেলসির জয় ৩-২ গোলে। যদিও দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জয় দিয়ে সেমিফাইনালে উঠেছিল মাদ্রিদের ক্লাবটিই। এবার কোন দৃশ্য অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য?

তর্ক ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের সেরা দল রিয়াল মাদ্রিদ। এই মঞ্চে তারা শিরোপা উঁচিয়ে ধরেছে সর্বোচ্চ ১৪ বার। চেলসির বিপক্ষে জিতে আরও একটি শিরোপার পথে এগিয়ে যেতে চায় ইউরোপের সফলতম ক্লাবটি। অন্যদিকে ২ বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা চেলসি বাজে সময় কাটিয়ে উঠতে মরিয়া।

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের আগে দুই শিবিরে দুই রকম চিত্র। রাউন্ড অব সিক্সটিনে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-২ গোলে জিতে মাদ্রিদিস্তারা সবাইকে মনে করিয়ে দিয়েছে, ইউসিএলের মঞ্চে তারাই রাজা। সাম্প্রতিক ফর্মও কথা বলছে পক্ষে। লা লিগায় সবশেষ ম্যাচে ভিয়ারিয়ালের কাছে হারলেও এল ক্ল্যাসিকোর মহারণে বার্সেলোনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় কার্লো আনচেলত্তি বাহিনী। অন্যদিকি চেলসি সবশেষ ম্যাচে হেরেছে উলভের বিপক্ষে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন