নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটা থানার অস্ত্র আইনে মামলায় বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তারকৃত সাহেদ করিমকে ভার্চুয়াল আদালতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রোববার দুপুরে দেবহাটা আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশয়াল ম্যাজিষ্ট্রেট রাজিব কুমার রায় ভার্চুয়াল আদালতে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে কোর্ট ইন্সপেক্টর অমল রায় ও এ মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৬ এর এস.আই রেজাউল করিম আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন।
উল্লেখ্য : গত ১৫ জুলাই বুধবার রাত ১০ টা ৪৫ মিনিটে র্যাব-৬ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় সাহেদ করিম ও তার পালানোর সহায়তাকারী নৌকার মাঝি বাচ্চুসহ তিন জনের বিরুদ্ধে ১৯৭৮ সালের অস্ত্র আইন ও ১৯৭৪ এর বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। মামলা নং-০৫।
এর আগে ওই দিনই ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদীর একটি ব্রিজের নিচ থেকে বোরকা পরে নৌকায় করে পালিয়ে ভারতে যাওয়ার সময় সাহেদ করিমকে আটক করে র্যাব।