হোম অন্যান্যসারাদেশ রিজভী-আমান-বুলুসহ বিএনপির ২৯ নেতাকর্মীর বিচার শুরু

নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে করা মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ দলটির ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। আজ মঙ্গলবার (৯ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। রিজভী বাদে এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

এদিন রিজভীসহ অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে এ অভিযোগ গঠন শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত এ মামলার অভিযোগ গঠন করেন। একইসঙ্গে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারিতে রাজধানীর শেরেবাংলা থানাধীন এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শেরেবাংলা থানায় মামলা করে। এ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন