হোম খুলনাসাতক্ষীরা রাষ্ট্র সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন,সাতক্ষীরায় গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক

রাষ্ট্র সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন,সাতক্ষীরায় গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মোহম্মাদ মিজানুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই সারা দেশে চাঁদাবাজি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে। স্বৈরশাসকের ব্যবসায়িক সিন্ডিকেট ভাঙতে বর্তমান অন্তবতীকালীন সরকার সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও ৭২ এর সংবিধান ধ্বংস করার জন্য ৭১ এর পরাজিত শত্রæরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এই দেশ চলবে ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনায় ৭২ এর সংবিধানের আলোকে। ক্ষমতায় টিকে থাকার জন্য ফ্যাসিস্ট সরকার জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে সংবিধানে যা অন্তর্ভুক্ত করেছে সেগুলো সংস্কার করুন। জনগণের চাওয়া পাওয়া যদি আপনারা বুঝতে না পারেন, দেশের মানুষের দুঃখ কষ্ট যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে রাষ্ট্র সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রæত নিরপেক্ষভাবে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্বভার দেয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান তিনি। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি হল রুমে গণফোরাম সাতক্ষীরা সদর উপজেলা শাখা ও সদর উপজেলা মহিলা গণফোরামের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা গণফোরামের আহবায়ক ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ হোসেনের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন, গণ ফোরাম কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলী নূর খান বাবুল।

বক্তব্য রাখেন, গণফেরাম সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ডা. মোঃ মুনছুর রহমান, গণফোরামের সহ-সভাপতি ডা. মিজানুর রহমান, সহ-সভাপতি আছাদুজ্জামান লাল্টু, সহ-সভাপতি ও মহিলা গণফোরামের সভাপতি ফেরদৌসী খান ময়না, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সদর উপজেলা মহিলা গণফোরামের সভাপতি পারভিন আক্তার, সাধারণ সম্পাদক এলিজা পারভিন, সাংগঠনিক সম্পাদক তানজিলা বেগম প্রমুখ।

সম্মেলন শেষে ডাক্তার জাহাঙ্গীর আলমকে সভাপতি, রবিউল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক ও মোঃ ফরিদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট্য সদর উপজেলা গণফোরাম ও পারভিন আক্তারকে সভাপতি, এলিজা পারভিনকে সাধারণ সম্পাদক ও তানজিলা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিসিষ্ট সদর উপজেলা মহিলা গণফোরামের কমিটি ঘোষণা করা হয়।
২৩.০১.২৫

সম্পর্কিত পোস্ট

মতামত দিন