হোম জাতীয় রাষ্ট্রপতির সাজেক ভ্রমণ স্থগিত, পর্যটকদের যেতে বাঁধা নেই

জাতীয় ডেস্ক:

তিন দিনের অবকাশযাপনে রাঙামাটি জেলার পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাঙামাটি জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর রাঙামাটি জেলার সাজেক সফর করার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।

এদিকে রাষ্ট্রপতি সফর উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর থেকে ৫ দিনের জন্য সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল রাঙামাটি জেলা প্রশাসন ও রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। একইসঙ্গে রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে ওই ৫ দিন পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করার কথা জানানো হয়েছিল।

যদিও রাষ্ট্রপতি সাজেক সফরের স্থগিত হওয়ার পর এখন সাজেকের পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেই জানা গেছে। পর্যটকরাও নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন