হোম জাতীয় রাষ্ট্রপতির মন্তব্য নিয়ে যা বলছেন সিনিয়র আইনজীবীরা

রাষ্ট্রপতির মন্তব্য নিয়ে যা বলছেন সিনিয়র আইনজীবীরা

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

জাতীয় ডেস্ক:

শেখ হাসিনার পদত্যাগের দালিলিক কোনো প্রমাণ নেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এমন মন্তব্যে তীব্র আলোচনা হচ্ছে দেশজুড়ে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও এর প্রতিবাদ জানিয়েছেন।

রাষ্ট্রপতির বক্তব্যের সত্যতা ও সাংবিধানিক বিষয় নিয়ে এবার মন্তব্য করেন দেশের সিনিয়র আইনজীবীরা। শেখ হাসিনার পদত্যাগপত্র জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি অসত্য বলেছেন। রাষ্ট্রপতি পদ থেকে এখন তার নিজেরই সরে যাওয়া উচিত।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে সুপ্রিম কোর্টে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। জয়নুল আবেদীন জানান, অন্তবর্তী সরকারের শপথ পড়ানোর আগে সর্বোচ্চ আদালত থেকে সাংবিধানিক ব্যাখাও নেন রাষ্ট্রপতি। এখন কী উদ্দেশ্যে এ কথা বলেছেন তা বোধগম্য নয়। এর পেছনে অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। রাষ্ট্রপতির দায়িত্বে থেকে এমন কথা বলা বেমানান।

এদিকে, রাষ্ট্রপতির এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। ব্যারিস্টার ওমর ফারুক বলেন, রাষ্ট্রপতির কার্যবিধির মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ সম্পন্ন হয়েছে। এ পর্যায়ে এসে এ ধরণের কথা বলা অশনিসংকেত।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, রাষ্ট্রপতি যখন সংসদ ভেঙে দিয়েছেন তখনই প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত হয়ে গেছে। পদত্যাগপত্র জমা দেয়া বা না দেয়ার কিছু নেই আর। সাংবিধানিক শূন্যতার আলাপটি অপ্রাসঙ্গিক। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন