হোম আন্তর্জাতিক রাশিয়া ‘যুদ্ধপরাধ’ করেছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত মারিওপোল দখলকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

একইসঙ্গে, দেরি না করে রাশিয়াকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে, ইউক্রেনের মিকোলাইভ শহরে একটি ব্যারাকে ঘুমন্ত সেনাদের ওপর রুশ হামলায় বহু হতাহতের আশঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে, রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে অত্যাচারী আচরণ আখ্যা দিয়েছে বেইজিং।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের জেরে শান্ত নগরী এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ভবন থেকে উড়ছে ধোঁয়া। মারিওপোল শহর ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। শহরটির মেয়র জানান, রুশ ও ইউক্রেনীয় সেনাদের তুমুল সংঘর্ষের কারণে অনেক সাধারণ মানুষ আটকা পড়েছেন। ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে রুশ বোমা হামলার দাবি করেছে মারিওপোল কর্তৃপক্ষ।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিসহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরের ব্যারাকে ঘুমন্ত সেনাদের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

রুশ সেনাদের মারিওপোল দখলকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ বন্ধে আবারো শান্তি আলোচনার ওপর জোর দেন তিনি। একইসঙ্গে দেরি না করে রাশিয়াকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান জেলেনস্কি।

রুশ ইউক্রেন চলমান সঙ্কট সমাধানে মস্কোর দাবি মেনে নিতে কিয়েভকে যুক্তরাষ্ট্র বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

জেলেনস্কি আলোচনার কথা বলেছেন। আমরা তাদের সঙ্গে আলোচনায় বসেছি। কিন্তু তাদের প্রতিনিধিদের হাত বেঁধে রাখা হয়েছে। আমাদের কোনো দাবিই তাদেরকে মেনে নিতে দেয়া হচ্ছে না। এটা করছে যুক্তরাষ্ট্র।

এদিকে, চীনকে রুশ সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে কিয়েভ। যদিও চীনের দাবি, তারা আলোচনার মাধ্যমে চলমান সঙ্কটের সমাধান চায়। তবে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের একের ওপর এক নিষেধাজ্ঞা আরোপকে অত্যাচারি আচরণ হিসেবে আখ্যা দিয়েছে বেইজিং।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন