জাতীয় ডেস্ক :
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় সরকার সেই দেশ থেকে তেল ও গ্যাস আমদানি করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তবে সংকট উত্তরণে সরকার অন্য দেশ থেকে তেল ও গ্যাস আমদানির চিন্তা করছে বলেও জানান তিনি।
শুক্রবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে সিলেট সিটি করপোরেশনের ধোপাদিঘীর ওয়াকওয়ে পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় সিলেটের উন্নয়ন কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে থাকেন।
পররাষ্ট্রমন্ত্রীর পরিদর্শনের সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ কাউন্সিলরা উপস্থিত ছিলেন।
