আন্তর্জাতিক ডেস্ক :
তিন সপ্তাহের বেশি সময় ধরে চলমান যুদ্ধ শেষ করতে একটি সম্ভাব্য শান্তি পরিকল্পনা তৈরি করেছে ইউক্রেন-রাশিয়া। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফিন্যান্স্যাল টাইমসের প্রতিবেদনে বৃহস্পতিবার (১৭ মার্চ) এ খবর জানা গেছে।
প্রতিবেদনে জানা গেছে, চলমান এ লাড়াই শেষ করার জন্য একটি ১৫ দফা পরিকল্পনা তৈরি করা হয়েছে। এই সম্ভাব্য চুক্তির উল্লেখযোগ্য বিষয়গুলো হবে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং তুরস্কের মতো মিত্রদের থেকে সুরক্ষার বিনিময়ে দেশটিতে বিদেশি সামরিক ঘাঁটি বা অস্ত্রশস্ত্রের অনুমতি না দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। সেইসঙ্গে ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ করে এবং তার সশস্ত্র বাহিনীর সীমাবদ্ধতা স্বীকার করে নেয়, তাহলে রাশিয়া যুদ্ধ কন্ধ করার কথা ভাববে।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক তৎপরতা বন্ধ করতে বুধবার (১৫ মার্চ) রাশিয়াকে নির্দেশ দেয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ‘রাশিয়ান ফেডারেশন অবিলম্বে ইউক্রেনে স্থগিত করুক’ নির্দেশ দেন বিচারকরা । তারা আরও বলেন, রাশিয়াকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তার নিয়ন্ত্রণাধীন বা মস্কো দ্বারা সমর্থিত অন্যান্য বাহিনী যেন সামরিক অভিযান চালিয়ে না যায়।
মস্কো কিয়েভের ওপর হামলার শুরু করার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলে অভিহিত করেন । তিনি বলেন, ইউক্রেনে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও ভয়াবহতা সৃষ্টি করছে রাশিয়া।
তবে পশ্চিমা বিশ্ব বেশি বাড়াবাড়ি করলে পরমাণু যুদ্ধ কিংবা তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়ে রেখেছে মস্কো। এ অবস্থায় নতুন কৌশল নিয়ে আর্থিকভাবে পুতিনকে কাবু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। দেশে দেশে জব্দ করা হচ্ছে রাশিয়ার সম্পদ। বিশ্ববাজারে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এ পর্যন্ত কয়েক দফা বৈঠকের পরও মিলছে না সমাধান। থামছে না রাশিয়া ও ইউক্রেনের লড়াই। একদিকে যুদ্ধ চলছে, অন্যদিকে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘এই উন্মাদনা বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হলো পুতিনের আক্রমণ বন্ধ করা এবং ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার করে নেওয়া। এই পাগলামি শেষ করার এটাই উপায়। প্রেসিডেন্ট পুতিন উদ্দেশ করে লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, হত্যা বন্ধ করুন, আপনার বাহিনী প্রত্যাহার করুন এবং সবাইকে ইউক্রেন ছেড়ে যেতে বলুন।