হোম অর্থ ও বাণিজ্য রাশিয়ায় পশ্চিমা মদের রমারম ব্যবসা

বাণিজ্য ডেস্ক:

রাশিয়ার বাজারে বিশ্বের শীর্ষ মদের ব্র্যান্ডগুলো রমারম ব্যবসা করছে। দেশটির বাজারে জনপ্রিয় মদের ব্র্যান্ড বাকার্ডি রুশ এলএলসির মুনাফা ৩ গুণ বেড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটি।

রাশিয়ার ফেডারেল ট্যাক্স এজেন্সির ডেটা অনুসারে, গত বছর রাশিয়ায় বাকার্ডি রুশ এলএলসি প্রায় ৫০ মিলিয়ন ডলার মুনাফা করেছে। যা ২০২১ সালের তুলনায় ৩ গুণ।

এছাড়া ২০২২ সালে কোম্পানিটি ৪ দশমিক ৭ বিলিয়ন রুবল বা ৪৮ দশমিক ৪ মিলিয়ন ডলার উপার্জন করেছে। যা ২০২১ সালে ছিল ১ দশমিক ৫ বিলিয়ন রুবল।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পরপরই মার্চে বাকার্ডি ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে ঘোষণা দেয়, ইউক্রেনে মানবিক সহায়তার জন্য রেডক্রস ও মার্সি কর্পসকে ১ মিলিয়ন ডলার অনুদান দেয়া হবে।

সেই বিবৃতিতে রাশিয়ায় রফতানি বন্ধ করার পাশাপাশি দেশটির বাজারে বিজ্ঞাপনে বিনিয়োগ স্থগিত করার পরিকল্পনারও ঘোষণা দেয় কোম্পানিটি। কিন্তু এই অংশটুকু ওয়েবসাইটের সেই বিবৃতিতে এখন আর দেখা যাচ্ছে না।

ট্রেড ডেটা বিষেশজ্ঞ এক্সপোর্ট জিনিয়াসের রাশিয়ান কাস্টমসের তথ্য বিশ্লেষণের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ২০২২ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে বাকার্ডি তাদের রাশিয়ান ব্রাঞ্চে প্রায় ১৬৯ মিলিয়ন ডলার মূল্যের মদ সরবরাহ করেছে। যার মধ্যে বাকার্ডির সিগনেচার পণ্য বাকার্ডি রামসহ গ্রে গুজ ভদকা, বোম্বে স্যাফায়ার জিন, ওকহার্ট রাম, ডেয়ার্স স্কচ হুইস্কি, প্যাট্রন টাকিলা এবং মার্টিনি ভার্মাউথ রয়েছে।

এমনকি বাকার্ডির ওয়েবসাইট অনুসারে, কোম্পানিটি এখনও রাশিয়ায় নতুন কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেয়া অব্যাহত রেখেছে।

এর আগে চলতি বছরের জুনে রাশিয়ার আরেকটি সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে দেয়া এক সাক্ষাতকারে ওয়াইনরিটেল ইনফরমেশন সেন্টারের প্রধান আলেক্সান্ডার স্টাভতসেভ জানিয়েছিলেন, রাশিয়ার বাজারে বাকার্ডির পণ্য সরবরাহ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। সুতরাং, তারা রাশিয়ার স্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে রাশিয়ার বাজার উন্নয়নের কাজ করে যাচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জেরে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর বিভিন্ন দফায় নিষেধাজ্ঞা আরোপ করে। এতে করে বেশ কয়েকটি পশ্চিমা মদের ব্র্যান্ড রাশিয়া তার বাজার থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আবার কিছু কিছু প্রতিষ্ঠান সীমিত পরিসরেও কার্যক্রম চালিয়ে গেছে দেশটিতে।

যার মধ্যে রয়েছে বাকার্ডির অন্যতম প্রতিদ্বন্দ্বী অ্যাপেরোল এবং ক্যাম্পারি লিকারের নির্মাতা ডেভিড ক্যাম্পারি-মিলানো। তারা গত বছরের এপ্রিলে রাশিয়ার বাজারে ব্যবসায়িক পরিসর সীমিত করার পরিকল্পনার ঘোষণা দেয়া সত্ত্বেও দেশটির বাজারে স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে গেছে।

এদিকে সুইডেনে বয়কেটের হুমকির পরে ফরাসি গ্রুপ পেরনোড রিকার্ড তার পণ্য রাশিয়ায় রফতানি বন্ধ করতে বাধ্য হয়। কিন্তু তা সত্ত্বেও দেশটির বাজারে পরিস্থিতি ভালো হওয়ার আশায় এখনও সেখানে নিজেদের উপস্থিতি বজায় রেখেছে।

এমনকি যেসব পশ্চিমা মদের ব্র্যান্ড রাশিয়ার বাজার ছেড়ে গেছে, সেই ব্র্যান্ডের পণ্যও দেশটির বাজারে দেখা মিলছে। কারণ আমদানি কাঠামোর মাধ্যমে আমদানিকারকরা ব্র্যান্ড মালিকদের অনুমতি ছাড়াই সেইসব বিদেশি মদ তৃতীয় পক্ষের মাধ্যমে আমদানি করতে পারছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন