হোম ফিচার রাশিয়াকে বর্জন করল কান উৎসব

বিনোদন ডেস্ক :

রুশ-ইউক্রেন সংঘাতের কারণে রাশিয়ার প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি না দেওয়ার ঘোষণা দিয়েছে আগেই দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। ‘টার্নিং রেড’ অ্যানিমেশন মুভিটি আগামী ১০ মার্চ রাশিয়াতে মুক্তি পাওয়ার কথা থাকলেও তার আগেই দেশটিতে সিনেমার মুক্তি স্থগিত করল ওয়াল্ট ডিজনি।

এছাড়াও ‘স্পাইডার-ম্যান স্পিন-অফ মরবিয়াস’ সহ রাশিয়ায় মুক্তির অপেক্ষায় থাকা অন্য সব ছবিরই মুক্তি স্থগিত করেছে পিকচার এন্টারটেইনমেন্ট। এরইমধ্যে পৃথিবীর অন্যতম প্রাচীন ও প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কানেও রুশ-ইউক্রেনে রাশিয়ার সংঘাতের প্রভাব পড়েছে।

আসন্ন ৭৫তম কানের আসরে রাশিয়াকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উৎসব কমিটি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবারের আয়োজনে রাশিয়ানরা অংশ নিতে পারবেন না। সম্প্রতি এক বার্তায় এমনটি জানিয়েছে কান কর্তৃপক্ষ। ইউক্রেনে সামরিক আক্রমণের কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ইউক্রেনের নাগরিকদের জন্য ইতিবাচক পরিস্থিতি ফিরে আসা এবং যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকার কথা নিশ্চিত করেছে কান উৎসব কমিটি।

ইউক্রেনে হামলার প্রতিবাদে এভাবে একের পর এক রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধ করে দিচ্ছে পশ্চিমা বিনোদন দুনিয়া। তবে রাশিয়াকে নিষিদ্ধ করলেও ইউক্রেনে আক্রমণ প্রসঙ্গে যেসব রাশিয়ান নাগরিক নিজ দেশের সরকারের প্রতি প্রতিবাদ জানিয়েছেন তাদের সাহসিকতার প্রশংসা করেছে কান উৎসব কমিটি।

আসছে ১৭ মে দক্ষিণ ফ্রান্সের সমুদ্র তীরবর্তী কান শহরে বিশ্বের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আয়োজনের পর্দা উঠবে। এ উৎসব চলবে ২৮ মে পর্যন্ত। এদিকে, রাশিয়ার চলচ্চিত্রশিল্পকে আন্তর্জাতিকভাবে বর্জন করার আহ্বান জানিয়েছে ইউক্রেনিয়ান ফিল্ম একাডেমি।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন