আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে একটি ২৮ দফা পরিকল্পনা অনুমোদন করেছেন। প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনবিসি নিউজকে এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তা বলেন, ‘এই পরিকল্পনাটি উভয় পক্ষের নিরাপত্তার নিশ্চয়তা এবং দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে তৈরি। ইউক্রেন টেকসই শান্তি বজায় রাখার জন্য যা চায় এবং যা প্রয়োজন, তা অন্তর্ভুক্ত রয়েছে।’
কিন্তু তিন জন মার্কিন কর্মকর্তা এনবিসি নিউজকে বলেছেন, শান্তি চুক্তির কাঠামো এখনো ইউক্রেনের কাছে উপস্থাপন করা হয়নি।
ঘনিষ্ঠ সূত্রানুসারে, বুধবার সেনা সচিব ড্যানিয়েল ড্রিসকলের নেতৃত্বে একটি মার্কিন সেনা প্রতিনিধিদল দুটি মিশন নিয়ে কিয়েভ ভ্রমণ করেছে। একটি হলো সামরিক কৌশল এবং প্রযুক্তি নিয়ে আলোচনা করা। অন্যটি শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য প্রশাসনের প্রচেষ্টাকে সমর্থন করা।
একজন মার্কিন কর্মকর্তা এই সফরকে ‘শান্তি আলোচনা পুনরায় শুরু করার’ হোয়াইট হাউসের প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করেছেন।
ইউক্রেনীয় সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র এবং বিষয়টি সম্পর্কে জ্ঞানসম্পন্ন একজন ইউরোপীয় কর্মকর্তা বলেছেন, ‘প্রস্তাবিত শান্তি পরিকল্পনা গঠনে ইউক্রেনের কোনো ভূমিকা ছিল না। ইউক্রেনকে পরিকল্পনার বিস্তৃত রূপরেখা সম্পর্কে জানানো হয়েছিল, কিন্তু তাদের বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়নি বা মতামত দেওয়ার জন্য বলা হয়নি।’
ইউক্রেনীয় সরকারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ইউক্রেনীয় কর্মকর্তারা প্রস্তাবটির সময়কে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।
এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখিত ইউক্রেন সম্পর্কিত কথিত ‘চুক্তি’ সম্পর্কে রাশিয়া সরকারি চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো তথ্য পায়নি।
