হোম আন্তর্জাতিক রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর চীনের সাংহাই ছেড়েছে প্রায় ৩ লাখ বাসিন্দা

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর চীনের সাংহাই ছেড়েছে প্রায় ৩ লাখ বাসিন্দা

কর্তৃক Editor
০ মন্তব্য 51 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর চীন কিছু উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কিছু এলাকায় সতর্কতা ইতোমধ্যেই শিথিল হলেও কর্তৃপক্ষ টাইফুনের আশঙ্কায় সাংহাই থেকে প্রায় ৩ লাখ মানুষকে সরিয়ে নিয়েছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, সাংহাই থেকে ২ লাখ ৮৩ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে নেওয়া হয়েছে। টাইফুন ‘কো-মে’-এর হুমকির কারণে এসব লোকদের ১ হাজার ৯০০টি আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়।

রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি জানিয়েছে, গত রাত থেকে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত এসব লোককে সরিয়ে নেওয়ার কাজ চলে। মূলত যাদের সরিয়ে নেওয়ার প্রয়োজন ছিল, তাদের সকলকে সরিয়ে নেওয়ার লক্ষ্য অর্জন হয়েছে।

এদিকে, তাইওয়ানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন সতর্ক করেছে, সুনামির ঢেউ আজ স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তাইওয়ান উপকূলে পৌঁছাতে পারে।

অপরদিকে, শক্তিশালী ভূমিকম্পের পর ফিলিপাইন প্রশান্ত মহাসাগরের উপকূলীয় এলাকার বাসিন্দাদের ‘৩.৩ ফুট উচ্চতার সুনামি ঢেউ’ সম্পর্কে সতর্ক করেছে। রাজধানী ম্যানিলা দাভাও অঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে স্কুল ও কর্মক্ষেত্র স্থগিত এবং সমস্ত উপকূলীয় এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজিল্যান্ডও সুনামি সতর্কতা জারি করেছে, উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

কুক দ্বীপপুঞ্জ, সামোয়া, টোঙ্গা এবং ফিজিসহ কিছু প্রশান্ত মহাসাগরীয় দেশও সুনামি সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৮.৮ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ২০.৭ কিলোমিটার গভীরে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন