হোম আন্তর্জাতিক রাশিয়ায় গাড়ি রফতানিতে জাপানের বিধিনিষেধ, দাম কমতে পারে বাংলাদেশে

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ায় গাড়ি রফতানিতে বিধিনিষেধ আরোপ করেছে জাপান সরকার। ফলে রাশিয়ায় থাকা জাপানের ব্যবহৃত বা রিকন্ডিশন্ড গাড়ির বিশাল বাজার প্রায় পুরোপুরি সংকুচিত হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। গত আগস্ট মাসে জাপান সরকার রাশিয়ায় সাব কমপ্যাক্ট গাড়ি ছাড়া সব ধরনের গাড়ি রফতানি নিষিদ্ধ করে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

জাপানের সেকেন্ড হ্যান্ড বা ব্যবহৃত গাড়ির অন্যতম বড় বাজার রাশিয়া। যার বাজারমূল্য প্রায় দুই বিলিয়ন ডলার। টোকিওর এ নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক বাজারে জাপানের ব্যবহৃত গাড়ির দাম কমে যেতে পারে; যার সুবিধাভোগী হবে বাংলাদেশ ছাড়াও আফ্রিকা ও এশিয়ার অনেক দেশ।। যে সব দেশের গাড়ির বাজারের অনেকটাই জাপানি ব্যবহৃত বা রিকন্ডিশন্ড গাড়ির দখলে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে আন্তর্জাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম গুটিয়ে নিলে দেশটিতে ব্যাপকভাবে বেড়ে যায় জাপান থেকে আসা ব্যবহৃত বা রিকন্ডিশন্ড গাড়ির চাহিদা। গত বছর জাপানের মোট ব্যবহৃত গাড়ি রফতানির তিন ভাগের এক ভাগ রফতানি হয় রাশিয়ায়। বর্তমানে গড়ে এসব ব্যবহৃত গাড়ির মূল্য প্রায় ৮ হাজার দুইশ ডলার। যা ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে ২০২০ সালের মূল্যের থেকে প্রায় দ্বিগুণ। সে সময় জাপানের রফতানি করা ব্যবহৃত গাড়ির ১৫ শতাংশের গন্তব্য ছিল রাশিয়া।

যুগ যুগ ধরেই বিশ্বের ব্যবহৃত গাড়ির শীর্ষ রফতানিকারক জাপান। বিশ্বের গাড়িপ্রেমীদের কাছেও সমাদৃত জাপানের এসব সেকেন্ড হ্যান্ড গাড়ি। জাপানের কড়া তদারকি ও ইন্সপেকশন নীতিমালার কারণে দেশটিতে পুরোনো গাড়ির রক্ষণাবেক্ষণ করা অনেক বেশি ব্যয়বহুল। পুরোনো গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণের ঝক্কি এড়াতে নতুন গাড়ি কিনতেই বেশি আগ্রহ বোধ করেন জাপানিরা। এ কারণে অল্প কিছুদিন ব্যবহারের পরপরই নিজেদের পুরোনো গাড়ি বিক্রি দেন জাপানি নাগরিকরা। পরবর্তীতে এ সব গাড়ির গন্তব্য হয় বিশ্বের অন্যান্য দেশ বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো।

উন্নত রক্ষণাবেক্ষণের কারণে জাপানে গাড়ি থাকে প্রায় নতুনের মতো। তাই বেশি দামে নতুন গাড়ি কেনার বদলে এসব জাপানি ব্যবহৃত গাড়ি কিনতেই বেশি পছন্দ করেন অনেক গাড়িপ্রেমী।

জাপান গত বছরের এপ্রিল মাসে রাশিয়ায় বিলাসবহুল গাড়ি ও জুন মাসে ভারী ট্রাক রফতানিতে নিষেধাজ্ঞা দেয়। আর সর্বশেষ এই নিষেধাজ্ঞার আওতায় ছোট গাড়ি ছাড়া আর কোনো ধরনের গাড়ি রাশিয়ায় রফতানি করতে পারবেন না বিক্রেতারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন