হোম বিনোদন রাশমিকার আপত্তিকর ভিডিও ছড়ানো ব্যক্তির পরিচয় জানা গেছে!

বিনোদন ডেস্ক:

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এআই প্রযুক্তি ব্যবহার করে অভিনেত্রী রাশমিকার একটি ডিপফেক ভিডিও তৈরি করা হয়। ব্রিটিশ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার জারা প্যাটেলের মুখে রাশমিকার মুখ বসানো সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। এবার জানা গেল কে ছড়িয়েছে এই ভিডিও।

গত ১০ নভেম্বর রাশমিকার ভিডিও ছড়িয়ে পড়লে নেট দুনিয়া উত্তাল হয়ে পড়ে। অপরাধীদের ধরতে উদ্যোগ নেয় দিল্লি পুলিশ। দিল্লির নারী কমিশনের নোটিস পাঠানোর পর দায়ের করা হয় এফআইআর। সন্দেহের জেরে বিহারের এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, পুলিশের ধারণা করছে বিহারের ১৯ বছর বয়সি ওই কিশোরই প্রথম ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এ বিষয়ে বিস্তারিত জানতে ওই কিশোরকে আরও জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে পুলিশের।

দায়ের করা এফআইআরে একাধিক ধারায় মামলা করা হয়। ভারতীয় দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৬৫ ও ৪৬৯ ধারার অধীনে ও আইটি অ্যাক্ট, ২০০০-এর ৬৬সি ও ৬৬ই ধারায় দায়ের করা মামলার তদন্তে মাঠে নামে দিল্লি পুলিশ।

ভিডিওটি ছড়ানোর পর পোস্টে অভিনেত্রী লেখেন, ‘আমাকে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ডিপফেক ভিডিও নিয়ে কথা বলতে হচ্ছে, বিষয়টি সত্যিই দুঃখজনক। সত্যি বলতে আমি শঙ্কিত। এই শঙ্কা শুধু নিজের জন্য নয়; বরং তাদের প্রত্যেকের জন্য, যারা প্রযুক্তির অপব্যবহারের কারণে ক্ষতির মুখে পড়েছেন।’

অভিনেত্রী তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘আজ একজন নারী এবং একজন অভিনেত্রী হিসেবে আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ। যারা আমার এই সময়ে পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এ ঘটনা যদি আমার স্কুল বা কলেজে পড়াকালীন ঘটত, তবে এই অবস্থা আমি কীভাবে সামাল দিতাম, তা কল্পনাও করতে পারছি না।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন