রাজনীতি ডেস্ক:
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার নবম ধাপের অবরোধের শেষ দিনে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সরকারের পদত্যাগের একদফা দাবি, দ্বাদশ সংসদ নির্বাচনে তপশিল বাতিল, খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি। যা শেষ হবে আগামীকাল সকাল ৬টায়।
জসিম সিকদার রানা জানান, অবরোধ সফলে তার নেতৃত্বে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হলে পুলিশ ও স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা আকস্মিকভাবে হামলা চালালে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় আব্দুল্লাহ আল হামিদ নিরবের বাইক নিয়ে যাওয়া হয় এবং ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- রামপুরা থানার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আল মামুন মৃধা ও সাবেক সদস্য মো. আজমির হোসাইন।
রামপুরা আবুল হোটেল থেকে খিলগাঁও তালতলা মার্কেট অভিমুখে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হামিদ নিরব ও রিমন, ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম রেভেল, রামপুরা থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহিন, ইমন, তন্ময়, সাইফুল, নাসিরসহ অনেকেই।