হোম অন্যান্যসারাদেশ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আরো ৩ চোর গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি:

রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টেরে তামার তার চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। রোববার (১০ সেপ্টেম্বর) রাতে ৩টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে থেকে চোর চক্রের ওই ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো রামপাল উপজেলার আদাঘাট গ্রামের মৃত লিয়াকাত গাজীর ছেলে মোঃ আল আমিন গাজী (৩০), চাদপুর গ্রামের মোঃ দাউদ শেখের ছেলে মোঃ হিরাক শেখ(৩২) ও ছোট নবাবপুর গ্রামের মোঃ সিরাজ শেখের ছেলে মোঃ ফরিদ শেখ (২৮)। এজাহার

রামপাল থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার ৩জনই পূর্বের রুজুকৃত মামলার এজাহার ভুক্ত আসামি।

ওসি এস এম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রোববার ভোর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে এজাহার ভুক্ত ওই তিন আসামি আবারও তার চুরির জন্য অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকশ আভিযানিক দল বিদ্যুৎ কেন্দ্রের সামনে অভিডান চালিয়ে তিন চোরকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার কৃতদের বিজ্ঞ আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন