স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের ক্রিকেটে পোস্টার বয় সাকিব আল হাসান। তাকে ঘিরে হয় সবচেয়ে বেশি বিতর্কও। ২০২১ সালে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীর বিপক্ষে খেলায় আম্পায়ার আউট না দেয়ায় স্টাম্পে লাথি মেরেছিলেন তিনি। এ ঘটনাকে জীবনের সবচেয়ে ‘পাগলাটে’ সময় বলে অভিহিত করেছেন সাকিব।
শনিবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রিয় এক ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাফসান প্রকাশ করেছেন সাকিবের একটি সাক্ষাৎকার। বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগেই এই সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। শনিবার রাত ১০টায় সাক্ষাৎকারটি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন রাফসান। তাতে জানা গেছে সাকিবের খেলোয়াড়ি জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের অজানা কিছু খবর।
ওই সাক্ষাৎকারে রাফসান সাকিবকে প্রশ্ন করেন, তার জীবনের সবচেয়ে ‘পাগলাটে’ সময় কোনটা! জবাবে সাকিব বলেন, ‘আমার জীবনে ‘পাগলাটে সময় আছে দুটা। একবার স্টাম্পে লাথি দিয়েছিলাম। আরেকবার মাঠ থেকে খেলোয়াড়দের চলে আসতে বলেছিলাম।’
স্টাম্পে লাথি মারার ঘটনায় সাকিবের প্রচুর সমালোচনা হয়েছিল। তার পক্ষের মানুষের সংখ্যাও নেহাত কম ছিল না। একই দিন আম্পায়ারদের সঙ্গে তর্ক-বিতর্কও করেন দেশসেরা অলরাউন্ডার। পরে স্টাম্প হাতে নিয়ে আচড়েও ফেলেন তিনি।
সাকিব খেলোয়াড়দের মাঠ থেকে চলে আসতে বলেন এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে, ২০১৮ সালে। জয়ের জন্য তখন ১২ রান দরকার ছিল টাইগারদের। ঝামেলার সূত্রপাত নো-বল থেকে। ইসুরু উদানার একটি ডেলিভারিকে নো-বল হিসেবে সিদ্ধান্ত দেন আম্পায়ার। পরে দুই আম্পায়ার কথা বলে সেই সিদ্ধান্ত বাতিল করে দেন। পরে উত্তেজিত হয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। তাতে সীমানার বাইরে থেকে সাকিব বাংলাদেশের খেলোয়াড়দের মাঠ ছেড়ে চলে আসতে বলেন।