হোম আন্তর্জাতিক রাতে পাঁচবার জায়গা বদল করেছেন মার্কিন রাষ্ট্রদূত

রাতে পাঁচবার জায়গা বদল করেছেন মার্কিন রাষ্ট্রদূত

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় রাতভর পাঁচবার জায়গা বদল করেছেন। শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পাঁচবার নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি। রাতভর সুরক্ষিত আশ্রয়কেন্দ্রগুলোতে থাকতে হয়েছে তাকে। খবর সিএনএন–এর।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে হাকাবি বলেন, ইসরায়েলে কঠিন রাত কেটেছে।

তিনি আরও বলেন, প্রতি শনিবার উদযাপিত ইহুদি বিশ্রামের দিন ‘শাব্বাত’ শান্তিপূর্ণ হওয়ার কথা, কিন্তু ‘সম্ভবত এবার তা হবে না।’

এর আগে, বুধবার মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থান থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেয়। এই পদক্ষেপ নেওয়া হয় ইসরায়েলের হামলার দুই দিন আগে।

প্রসঙ্গত, সাবেক আরকানসাসের এই গভর্নরকে গত বছরের নভেম্বর মাসে জেরুজালেমভিত্তিক একটি পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন দেন। তিনি ইসরায়েলের একজন দৃঢ় সমর্থক ছিলেন এবং একসময় দাবি করেছিলেন, ফিলিস্তিনি নামে কিছু নেই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন