হোম অন্যান্যসারাদেশ রাজাপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

রাজাপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

কর্তৃক
০ মন্তব্য 122 ভিউজ

পিরোজপুর অফিস:

ঝালকাঠির রাজাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসীর পরিচালক আহসান হাবীব সোহাগ ও সাংবাদিক ইমরান হোসেন আদনান সহ ৮ জনের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২২জুন) স্থানীয় সাধারন জনতা ও সচেতন মহলের আয়োজনে রাজাপুর প্রেস ক্লাব চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার নারী-পুরুষ এতে অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে সাধারণ জনতার পক্ষে বিভিন্ন দাবী তুলে ধরে শফিকুর রহমান ডেজলিং তালুকদার উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারক লিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আহসান হাবীব সোহাগের পরিচালিত সেবা মূলক প্রতিষ্ঠান সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসি থেকে উপজেলার সাধারন মানুষ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপকৃত হচ্ছে। সম্প্রতি মহামারী করোনা ভাইরাসের কারনে ইসলামিয়া ফার্মেসির পক্ষে স্বল্পমূল্যে ঔষধ বিক্রি করার অপরাধে রাজাপুরের ঔষধ সমিতির চাপে ঔষধ কোম্পানি ইসলামীয়া ও সোহাগ ক্লিনিক ফার্মেসীতে ঔষধ সরবরাহ বন্ধ করে দেয় এবং সমিতির লোকজন ক্ষিপ্ত হয়ে ইসলামিয়া ফার্মেসীর উপড় হামলা ও ভাংচুর চালায়। এ ঘটনার প্রতিবাদ করলে সমিতির লোকজন সাংবাদিক আহসান হাবীব সোহাগ, সাংবাদিক ইমরান হোসেন আদনান ও রুহুল আমিন সহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। বক্তারা এই মিথ্যা মামলা প্রত্যাহার ও ভিডিও ফুটেজ দেখে ইসলামিয়া ফার্মেসীতে হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান,

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ মোঃ শাহজাহান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মানিক জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান ডেজলিং তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন মৃধা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জুয়েল সিকদার, বন্দর কমিটির প্রচার সম্পাদক মোঃ হুমায়ুন কবির হিমু প্রমূখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন