ঝালকাঠি প্রতিনিধি :
শেখ রাসেল স্মৃতি সংসদ রাজাপুর উপজেলা শাখা এর আয়োজনে১৮ অক্টোবর বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানীর পরিচালক এম মনিরুজ্জামান মনির।
আলোচনা সভায় এম মনিরুজ্জামান মনির বলেন শেখ রাসেলের জন্মদিন অত্যন্ত আনন্দের হলেও এই দিনটিতেও আমরা শোকে মুহ্যমান হই। ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয় তখন বাদ যায়নি মাত্র দশ বছরের শিশু শেখ রাসেলও। বাবা-মা ও স্বজনদের রক্তাক্ত লাশের পাশ দিয়ে ঘুরিয়ে এনে অবশেষে নির্মমভাবে হত্যা করা হয় শিশু রাসেলকে। তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা বুঝতে পেরেছিল, রাসেলের ধমনিতে বঙ্গবন্ধুর রক্ত। তাঁর নেতৃত্বে বাঙালিরা আবার ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে।
এসময় আরো উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ. এইচ. এম খায়রুল আলম সরফরাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জিয়া হায়দার খান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডেজলিং তালুকদার, যুবলীগ সভাপতি আসলাম হোসেন মৃধা, উপজেলা শাখার শেখ রাসেল স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক মোঃ সাইফুজ্জামান রুবেলসহ রাজাপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ উপজেলা শাখার শেখ রাসেল স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। পরে কেক কাটা অনুষ্ঠিত হয়।
উল্লেখ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানীর পরিচালক এম মনিরুজ্জামান মনির একইসঙ্গে, তরুণ প্রজন্মের দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেন।