হোম অন্যান্যসারাদেশ রাজাপুরে শশুর বাড়ী থেকে বিধবা গৃহবধুর মরদেহ উদ্ধার

কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠি :

ঝালকাঠি রাজাপুরে শশুর বাড়ী থেকে সদ্য বিধবা এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বরিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড চাড়াখালী এলাকায় মৃত মামুন হোসেনের ঘর থেকে তার স্ত্রী নাসরিনের মরদেহ উদ্ধার করা হয়। নাসরিন তার শাশুড়ি সহ একই ঘরে বসবাস করত। নিহত গৃহবধু নাসরিন (২২) উপজেলার গালুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড চাড়াখালী এলাকায় মৃত মামুন হোসেনের স্ত্রী এবং রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মোঃ জয়নাল এর মেয়ে।

পরিবার ও স্থানীয়রা জানায়, ২০ নভেম্বর সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় নাসরিন ফ্রিজ থেকে মাছ বের করার জন্য ঘরের নিজ শয়ন কক্ষে প্রবেশ করে, পরবর্তীতে দীর্ঘ সময় অতিবাহিত হলেও নাসরিন তার কক্ষ থেকে বের না হওয়ায় তার শাশুড়ি ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে কক্ষের দরজা ভেঙ্গে গৃহবধু নাসরিনকে গলায় ওড়না দিয়ে ঘরের পাটাতনের সাথে ঝুলতে দেখতে পায়। মৃত গৃহবধুর কোন ছেলে মেয়ে নেই। তার স্বামী মামুন হোসেন গত তিনমাস পূর্বে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন।

নিহতের শাশুড়ী অভিযোগ করে বলেন , আমার পুত্রবধু নাসরিনকে জড়িয়ে প্রতিবেশী শাহিন তালুকদারের ছেলে জাহিদ তালুকদার এলাকায় কুরুচিপূর্ণ অপবাদ ছড়ানোর কারনে ঘৃনায় আত্মহত্যা করেছে।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান নাসরিন এর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন