ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে বিপিএল ক্রিকেট নিয়ে জুয়া খেলার অপরাধে দুই জুয়াড়িকে পনেরো দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রম্যমান আদালত। ৩১ জানুয়ারি সোমবার রাতে ভ্রম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকার মৃত সেকেন্দার আলী হাওলাদারের এর ছেলে মোঃ শাহ আলম হাওলাদার (৪৩) এবং আঃ মান্নান হাওলাদারের এর ছেলে মোঃ আবদুল্লাহ আল-মাহফুজ।
সোমবার সন্ধা সাতটার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের নলবুনিয়া বাজার সংলগ্নে বিপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চত করেছেন।