হোম অন্যান্যসারাদেশ রাজাপুরে বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে বাবা,সৎ মা ও ভাইয়ের হয়রানীর হাত থেকে মুক্তি পেতে এবং বাবার কাছে জমানো টাকা ও স্বর্ণঅলংকার ফেরৎ পেতে সংবাদ সম্মেলন করেছেন সাত সন্তানের জননী সালেহা বেগম।বুধবার ২৪ মার্চ সকাল ১০ ঘটিকায় রাজাপুর প্রেস ক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তাব্যে সালেহা বেগম অভিযোগ করে বলেন,আমি প্রায় ১০ বছর যাবৎ ঢাকাতে একটি বাসায় গৃহপরিচালিকার কাজ করে অর্থ উপার্জন করে তিন লক্ষ টাকা ও দুই ভরি পরিমানের স্বর্ণ আমার বাবার কাছে গচ্ছিত রাখি।

পরবর্তিতে বাবর কাছে আমার গচ্ছিত টাকা ও স্বর্ণ অংকার ফেরৎ চাইলে তিনি তার রোপিত গাছ বিত্রিæকরে দিবে বলে আমাকে  আশ্বাস্থা করেন।আমার প্রয়োজনে আমি আমার বাবার কাছে বলে একটি গাছ কেটে বাগানে রেখে আসি।আমার কাটা গাছ আমার সৎ মা ও ভাই আমাকে না জানিয়ে নৌকা যোগে নিয়ে রওনা হলে আমি জানতে পেরে তাদের গতিরোধ করে তাদের সাথে আলোচনার মাধ্যমে গাছটি আমাদরে কাছে নিয়ে আসি।

তখন আমার স্বামি রিক্সা চালক সিদ্দিকুর রহমান ঝালকাঠি আদালতে ছিলেন। এ ঘটনায় আমার সৎ ভাই রুবেল ও সৎ মা আমাদের বিরুদ্ধে মিথ্যা নাটক সাজিয়ে রাজাপুর থানায় অভিযোগ দেয় এবং থানা পুলিশ বিষয়টি সরোজমিনে তদন্ত করে বুঝতে পারে এটি মিথ্যা ও বানোয়াট তাই তারা মামলা নিতে অস্বীকার করেন।

এর পরে সৎ মা ও সৎ ভাই বিজ্ঞ আদালতের শরাণাপন্ন হয়। আদালতের মাধ্যমে বিষয়টি গোয়েন্দা শাখা (ডিবি)তদন্ত শুরু করেন এবং বুঝতে পারেন বিষয়টি মিথ্যা ও বানোযাট।আমি আমার বিক্সা চালক স্বামী ও সাত সন্তান নিয়ে অতি কষ্টে দিন কাটাচ্ছি। আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি যাহাতে আমি আমার পাওনা টাকা ও অলংকার এবং বাবা,মা ও ভাইয়ের হয়রানী থেকে মুক্তি পেতে পারি।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন