হোম বরিশালঝালকাঠি রাজাপুরে প্রায় ৬০ শতাংশ জমির বিভিন্ন প্রজাতির ১১শ’ সবজি গাছ উপড়ে ও ছিড়ে ফেলেছে দুবৃত্তরা

রাজাপুরে প্রায় ৬০ শতাংশ জমির বিভিন্ন প্রজাতির ১১শ’ সবজি গাছ উপড়ে ও ছিড়ে ফেলেছে দুবৃত্তরা

কর্তৃক Editor
০ মন্তব্য 315 ভিউজ

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরের গালুয়া দুর্গাপুর গ্রামের মৃত রহমান খানের ছেলে কৃষক হেমায়েত উদ্দিনের ৬০ শতাংশ জমির বিভিন্ন প্রজাতির ১১শ সবজি গাছ উপড়ে ও ছিড়ে ফেলেছে দুবৃত্তরা। বুধবার দিবাগত রাতের যে কোন সময় এ ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক হেমায়েত উদ্দিন খান জানান, প্রায় দেড় লাখ টাকা খরচ করে সড়ক সংলগ্ন প্রায় ৬০ শতাংশ জমিতে আগাই মাস শ্রম দিয়ে করলা, বেগুন, চাল কুমড়া রোপন করা হয়। বর্তমানে গাছগুলোতে ফুল ও করলা এবং বেগুন আসতে শুরু করেছে। রাতের আধারে প্রায় ফুল ও ফল আসা প্রায় ৫শ করলা গাছ, ৪শ চাল কুমড়া ও ২শ বেগুন গাছ ছিড়ে ও উপড়ে নিয়েছে। এর বিচার দাবি করেন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

স্থানীয় গালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন জানান, বিষয় দুঃখজনক। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

রাজাপুর থানার ওসি মুঃ আতাউর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন