ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ের শুক্তাগড় এলাকায় ডোবার পানিতে ডুবে সাড়ে ৩ বছর বয়সের মো. লাবিব মহারাজ নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার শুক্তগড় এলাকায় শিশুটির নানা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। লাবিব মহারাজ পার্শ্ববর্তী কাউখালী উপজেলার দক্ষিন বাজার কাঠপট্টি’র মো. আবু সুফিয়ান রাজুর ছেলে।
নিহত শিশুর নানী মোরশেদা বেগম জানায়, বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের কারনে জন্মের পরে থেকেই শিশুটি তার নানীর কাছে থাকে। শিশুটির মা পরি আক্তার লাইজু চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কাজ করেন। ঘটনার দিন শুক্রবার দুপুরে লাবিবকে ঘরের মধ্যে দুপুরের খাবার দিয়ে তার নানী নামাজ পড়তে দাঁড়ায়। নামাজ শেষে লাবিবকে দেখতে না পেয়ে স্বজনরা খোজাখুজি শুরু করে। পরে বাড়ির পিছনে একটি ডোবার পানিতে শিশুটিকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, পরিবারের কোন অপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই শিশুটির লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
