ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে শিল্প-সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব কন্ঠশৈলী আবৃত্তি সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৯৭১ সালে রাজাপুরে পাকহানাদার বাহিনীর হাতে প্রথম শহিদ পন্ডীত কেদারেশ্বর চক্রবর্তী এর দ্বিয় পুত্র শৈলেন্দ্র নারায়ণ চক্রবর্তী কেয় পুত্র প্রয়াত শৈলেন চক্রবর্তী’র প্রয়ান পরবর্তী শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে শোক সভা অনুষ্ঠিত হয়। এসময় অত্র সংগঠন শৈলেন চক্রবর্তীকে মরনোত্তর সম্মাননা প্রদান করেন। প্রয়াতের পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন শৈলেন চক্রবর্তীর একমাত্র পুত্র মিঠুন চক্রবর্তী।
কন্ঠশৈলী’র ভারপ্রাপ্ত সভাপতি কবি সাঈদ তপুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রয়াত শৈলেন চক্রবর্তী এর উদ্দেশ্যে স্মৃতিচারণ মূলক আলোচনা করেন শিক্ষাবিদ ও সামাজিক ব্যক্তিত্ব অধ্যক্ষ শাহজাহান মোল্লা, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক নিত্যানন্দ সাহা, প্রবীণ শিক্ষক ফারুক হোসেন, কবি ও কথা সাহিত্যিক আমির খসরু, রাজাপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক আমির খসরু বাবুল, রাজাপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক রাজ্জাক হোসেন, অধ্যাপক ইউরেকা নূর মিলি, আওয়ামী যুব মহিলা লীগের রাজাপুর উপজেলা শাখার সভাপতি নাজনীন হোসাইন পাখি, কন্ঠশৈলী সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক জহির উদ্দিন বাবর, সহ- সাধারণ সম্পাদক কবি ও কথা সাহিত্যিক প্রাণকৃষ্ণ বিশ্বাস ও প্রয়াত শৈলেন চক্রবর্তী’র একমাত্র পুত্র রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিঠুন চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কন্ঠশৈলী আবৃত্তি সংগঠন এর সাংগঠনিক সম্পাদক প্রাবন্ধিক আবদুল্লাহ আল মামুন বাবু।
এর আগে শৈলেন্দ্র নারায়ণ চক্রবর্তী স্মরণে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি সাঈদ তপু, কবি প্রাণকৃষ্ণ বিশ্বাস ও ইউরেকা নূর মিলি।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্ঠশৈলী আবৃত্তি সংগঠন এর পক্ষ থেকে মরনোত্তর সম্মাননা প্রদান করে যে দৃষ্টান্ত স্থাপন করলেন, তা সত্যিই প্রশংসনীয় ও যুগান্তকারী পদক্ষেপ।
অনুষ্ঠান শেষে প্রয়াত শৈলেন চক্রবর্তীর এর উদ্দেশ্যে কবি সাঈদ তপুর লেখা কবিতা ও মরনোত্তর সম্মাননা স্মারক মিঠুন চক্রবর্তী এর হাতে তুলে দেন কন্ঠশৈলীর নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাজাপুর দুর্গাপূজার মণ্ডপে পূজারত অবস্থায় মৃত্যু বরণ করেন এই মহান সাহিত্য ও সাংস্কৃতি ব্যক্তিত্ব সাবেক প্রধান শিক্ষক শৈলেন্দ্র নারায়ণ চক্রবর্তী ।
