হোম অন্যান্যসারাদেশ রাজাপুরে ইতিহাস গড়লেন বিউটি সিকদার

 রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:

সদ্য অনুষ্ঠিত প্রথম ধাপে হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। আর এ নির্বাচনে ঝালকাঠির রাজাপুর উপজেলা ২নং শুক্তাগড় ইউনিয়নে প্রথমবারের মতো নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন বিউটি সিকদার। গত সোমবার সন্ধ্যায় রিটানিং অফিসার মো. আবু ইউসুফ এ ফলাফল ঘোষনা করেন। এ উপজেলায় ছয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোন নারী ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হননি। গত ২১ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিউটি সিকদার বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৮১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মো. আমির হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক নিয়ে ৬৫৯ ভোট পেয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.এএইচএম খায়রুল আলম সরফরাজ বলেন, বিউটি সিকদার উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তিনি ইতিমধ্যে রাজনীতির মাঠ সহ বিভিন্ন জায়গায় ব্যাপক সাড়া ফেলেছেন। বিউটি সিকদারই নারী চেয়ারম্যান হিসেবে ১ম বারের মত শুক্তাগড় ইউনিয়নে চেয়ারম্যন হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেছেন।

বিউটি সিকদার বলেন, প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমার রাজনৈতিক অভিভাবকদের। আর শুক্তাগড় ইউনিয়ন বাসীর প্রতি চিরকৃতজ্ঞ যে তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন