হোম রাজনীতি রাজশাহী-৫: ভোট পুনর্গণনার দাবি স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের

রাজশাহী-৫: ভোট পুনর্গণনার দাবি স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের

কর্তৃক Editor
০ মন্তব্য 148 ভিউজ

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ নির্বাচনের কারচুপির অভিযোগ তুলে ভোট পুনগণনার দাবি জানিয়েছেন রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর আসনের স্বতন্ত্রপ্রার্থী ওবায়দুর রহমান।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

ওবায়দুর অভিযোগ করে বলেন, ‘নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা নির্বাচনে প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় হস্তক্ষেপ করেছে। নির্বাচনের দিন দুপুর পর্যন্ত প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা করতে পারেনি। এমতাবস্থায় আমি রাষ্ট্র প্রধানের কাছে ভোট পুনগণনার দাবি জানাচ্ছি। আমার বিশ্বাস ভোট পুনরায় গণনা করা হলে আমি নিরঙ্কুশভাবে বিজয়ী হব।’

উল্লেখ্য, দ্বাদশ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা কাছে ৩ হাজার ৫১ ভোটে পরাজিত হন স্বতন্ত্রপ্রার্থী ওবায়দুর রহমান। এর আগে গতকাল বুধবার একই অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী গোলাম রাব্বানি ও রাজশাহী-৬ আসনের স্বতন্ত্রপ্রার্থী রাহেনুল হক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন