হোম জাতীয় রাজশাহীতে রেলকর্মীকে কুপিয়ে হত্যা

জাতীয় ডেস্ক :

রাজশাহীতে রেলওয়ের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে মহানগরীর ভদ্রা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জহুরুল ইসলাম। তিনি রেলওয়ের পোর্টার পদে আমনুরা স্টেশনে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি রেলওয়ে শ্রমিক লীগের ওপেনলাইন শাখার সহ-সভাপতি ছিলেন।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেলওয়ে কলোনির পূর্বদিকে এবং ভদ্রা বস্তি থেকে পশ্চিম দিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রেলওয়ের জমির আইল ভাঙাকে কেন্দ্র করে প্রতিপক্ষ রেলওয়ের আরেক কর্মী সজীব ও তার বাবাসহ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি নিহতের স্বজনদের।

এদিকে এ ঘটনায় সজীবের বাবা মতিয়ারকে আটক করে চন্দ্রিমা থানা পুলিশ।

স্থানীয়রা জানান, হাজরাপুকুর এলাকার বাসিন্দা ও রেলওয়ের পোর্টার জহুরুল তার বাড়ির পাশে রেলওয়ের একটি জায়গায় চাষাবাদ করতেন। এ নিয়ে দ্বন্দ্বের জেরধরে একই এলাকার মতিয়ারের ছেলে সজীব ও তার সহযোগীরা জহুরুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হত্যাকাণ্ড নিশ্চিত করতে জহুরুলের পায়ের রগ কাটা হয়।

ভদ্রা থানার সেকেন্ড অফিসার মইনুল ইসলাম জানান, আটক মতিয়ার হত্যার সঙ্গে জড়িত রয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় নগরীর চন্দ্রিমা থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন