হোম রাজশাহী রাজশাহীতে ভোক্তা অধিকারের সাথে শিক্ষার্থীদের বাজার মনিটরিং

রাজশাহীতে ভোক্তা অধিকারের সাথে শিক্ষার্থীদের বাজার মনিটরিং

কর্তৃক Editor
০ মন্তব্য 31 ভিউজ

অনলাইন ডেস্ক:

রাজশাহী জেলা ও বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সাথে নিয়ে বাজার মনিটরিং করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার (১০ আগস্ট) দুপুরে রাজশাহীর সোনাদিঘী মাষ্টারপাড়া কাঁচাবাজার থেকে শুরু হয় এই মনিটরিং।

অভিযানে ছাত্রদের সাথে যুক্ত হয় রাজশাহী জেলার সহকারী পরিচালক মাসুম আলী ও রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক ফজলে এলাহী। এ সময় রাজশাহী জেলার সহকারী পরিচালক মাসুম আলী বলেন, ছাত্রদেরকে সাথে আমরা আজকে বাজারে অভিযান পরিচালনা করেছি।

তিনি আরও বলেন, মাষ্টার পাড়া ও সাহেব বাজারের সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যেন তারা নিধারিত মূল্যে পণ্যে বিক্রি করে।আগামীকাল থেকে কেউ যদি তালিকা না ঝুলান এবং বেশি দামে পণ্য বিক্রি করেন তাহলে সেই সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন