হোম জাতীয় রাজশাহীতে ভারতীয় ভিসা সেন্টারে ঢুকে হুমকি, নারী গ্রেফতার

জাতীয় ডেস্ক:

রাজশাহীর ভারতীয় ভিসা সেন্টারে ঢুকে হুমকি ও প্রতারণার অভিযোগে নুরুন্নাহার খাতুন মিলি নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে ওই নারীকে গ্রেফতার করা হয়।

ভারতীয় ভিসা সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, কয়েকদিন আগে ভিসা সেন্টারে (আই-ভ্যাক সেন্টার) একজন আবেদনকারী পরিবারের তিনটি ভিসার কাগজপত্র নিয়ে আসেন। তা যাচাই-বাছাই কালে আবেদনের নির্ধারিত ফি জমা না থাকার বিষয়টি জানা যায়।

ভুক্তভোগীকে বিষয়টি অবগত করা হলে তিনি জানান, স্থানীয় একটি টুরস অ্যান্ড ট্রাভেলসর এক নারীর মাধ্যমে তিনি অনলাইনে ভিসার ফি পরিশোধ করেছেন। ভারতীয় তিনটি ভিসার জন্য নির্ধারিত ফি ২ হাজার ৫২০ টাকা হলেও ওই আবেদনকারীর কাছ থেকে নেয়া হয়েছে ৭ হাজার ৫০০ টাকা। অথচ ওই আবেদনকারীর কোন টাকাই পরিশোধ করা হয়নি। আবেদনকারী প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে পুলিশে অভিযোগের পরামর্শ দেয়া হয়।

বিপ্লব কুমার সাহা জানান, ওই ঘটনার পর গত ৩ জুলাই সকালে ভিসা সেন্টারে এসে নুরুন্নাহার খাতুন মিলি ভিসা অফিসের সকল স্টাফকে হুমকি-ধামকি প্রদান এবং চাকরি থেকে বরখাস্তের ভয় দেখান।

বোয়ালিয়া থানার অফিস ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, নুরুন্নাহার খাতুন মিলি নগরীর উপশহর নিউমার্কেটের রাফি টুরস অ্যান্ড ট্রাভেলসর স্বত্বাধিকারী। ভারতীয় ভিসা সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার সাহা অভিযুক্ত মিলির বিরুদ্ধে লিখিত অভিযোগ করার প্রেক্ষিতে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন