হোম জাতীয় রাজশাহীতে জাপায় বিদ্রোহ, অফিস দখল করে পালটা কমিটি

রাজশাহীতে জাপায় বিদ্রোহ, অফিস দখল করে পালটা কমিটি

কর্তৃক
০ মন্তব্য 620 ভিউজ

অনলাইন ডেস্ক : রাজশাহীতে এরশাদের জাতীয় পার্টির মহানগর অফিস দখল করেছেন বঞ্চিত ও বিদ্রোহী নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সকাল ১০টায় অর্ধশতাধিক বিদ্রোহী গণকপাড়ায় তালা ভেঙে পার্টি অফিস নিজেদের দখলে নেয়। এরপর বেলা ১১টায় সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে বর্তমান আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা এবং সিনিয়র সহসভাপতি লুত্ফর রহমানকে আহ্বায়ক ও সালাউদ্দিন মিন্টুকে সদস্য সচিব করে ৭১ সদস্যের পালটা কমিটি গঠন করে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা।

এছাড়া আহ্বায়ক কমিটির অধিকাংশ নেতা জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত নন। যারা দীর্ঘদিন থেকে জাতীয় পার্টির রাজনীতির নেতৃত্ব দিয়ে আসছেন তাদেরকে পরিকল্পিতভাবে বাদ দিয়েছেন। যা পার্টির চেয়ারম্যানকে অবহিত করা হয়নি। এরই ধারাবাহিকতায় অর্ধশতাধিক বিদ্রোহী নেতাকর্মী গতকাল পার্টি অফিসে সামনে জড়ো হন। অফিস তালাবদ্ধ দেখে আরো ক্ষুব্ধ হন এবং পরে তালা ভেঙে অফিসে প্রবেশ করেন। উল্লেখ্য, নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ অফিসে তালা লাগিয়ে চাবি নিজেদের কাছে রেখেছিলেন।

এদিকে আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু ইউসুফ সেলিম বলেন, যারা তালা ভেঙে পার্টি অফিসে ঢুকেছেন তারা বিদ্রোহী গ্রুপ। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাকে পালটা কমিটির সদস্য সচিব করা হয়েছে তাকে এর আগে তিন বার বহিষ্কার করা হয়েছে। এছাড়া যাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে তিনি ছাত্রদল করতেন এবং তার বিরুদ্ধে প্রশ্নফাঁসের মামলা রয়েছে। নগর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র জানান, তাদের কাছে কোনো পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র-ইত্তেফাক

সম্পর্কিত পোস্ট

মতামত দিন