জাতীয় ডেস্ক :
রাজবাড়ীতে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। সোমবার (২০ জুন) বিকেল পৌনে ৫টায় সদর উপজেলার মাটিপাড়া-বাগমারা সড়কের মুন্সিবাড়ী ঈদগাহ মোড়ে ও সূর্যনগরের দয়ালনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত নসিমনচালক রহিম গাজী (৩৫) সদর উপজেলার বেথুলিয়া গ্রামের হারুন গাজীর ছেলে ও শিশু রাবেয়া (৪) সূর্যনগর দয়ালনগর মোড় এলাকার রজব কবিরাজের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৫টায় মাটিপাড়া-বাগমারা সড়কের মুন্সিবাড়ী ঈদগাহ মোড় এলাকার রেজাউলের বাড়ির সামনে নসিমন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনচালক রহিম গাজী ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে সদর উপজেলার সূর্যনগরের দয়ালনগর মোড় এলাকায় সড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় শিশু রাবেয়ার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই নসিমনচালক ও ওই শিশুর মৃত্যু হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।