হোম রাজনীতি রাজনৈতিক দলের সম্মানে বিএনপির ইফতার ১৯ মার্চ

রাজনৈতিক দলের সম্মানে বিএনপির ইফতার ১৯ মার্চ

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ

অনলাইন ডেস্ক:
রাজনৈতিক দলের সম্মানে আগামী ১৯ মার্চ ইফতারের আয়োজন করছে বিএনপি। পাশাপাশি পেশাজীবীদের সম্মানে ২১ মার্চ ইফতারের আয়োজন করা হয়েছে।

রবিবার (৯ মার্চ) বিকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, রাজনীতিকদের সম্মানে অনুষ্ঠেয় রবিবারের (৯ মার্চ) ইফতার মাহফিল কর্মসূচি স্থগিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, লেডিস ক্লাবে রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতারের আয়োজন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন