হোম ফিচার রাজধানীর হাসপাতালগুলোতে ফের করোনার প্রভাব

স্বাস্থ্য ডেস্ক :

করোনা সংক্রমণের এ পর্যায়ে এসে ফের বাড়ছে মৃত্যু ও শনাক্তের হার। গত এক সপ্তাহে নতুন রোগী বেড়েছে ১১৫। আর মৃত্যু বেড়েছে ১৫ শতাংশ। এরই মধ্যে যার প্রভাব পড়তে শুরু করেছে হাসপাতালগুলোতেও। বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক না পরার কারণেই বাড়ছে সংক্রমণ।

দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস করোনা মহামারিতে স্বস্তিদায়ক পরিস্থিতি পার করলেও দেশে ফের সংক্রমণে হার ঊর্ধ্বমুখী। নতুন রোগী শনাক্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। সেই সঙ্গে শঙ্কা বাড়ছে সবার মধ্যে।

পরিসংখ্যান বলছে, গত শনিবার (৮ জানুয়ারি) পর্যন্ত এক সপ্তাহে দেশে রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৩০০ জন, যা আগের সপ্তাহের চেয়ে ৩ হাজার ৩৭৬ জন বেশি। অর্থাৎ এক সপ্তাহে রোগী বেড়েছে ১১৫ শতাংশ।

এদিকে রোগী বৃদ্ধির এই হার প্রভাব ফেলেছে হাসপাতালগুলোতে। সংখ্যায় খুব বেশি না হলেও এরই মধ্যে জটিলতা নিয়ে বাড়তে শুরু করেছে হাসপাতালমুখী রোগীর সংখ্যা।

বিশেষজ্ঞরা বলছেন, সংকট মোকাবিলায় হাসপাতালগুলোর প্রস্তুতি যেমন প্রয়োজন আছে, তেমনি সবচেয়ে বেশি জরুরি সংক্রমণ রুখে দেওয়া। আর এ জন্য বিকল্প নেই স্বাস্থ্যবিধি মেনে চলার।

বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান খসরু বলেন, ঢাকায় মাস্ক পরা রোকের সংখ্যা প্রায় শতকরা ৬০ থেকে ৭০ ভাগ হয়ে গিয়েছিল। কিন্তু বিগত ৩ থেকে ৪ মাসের মধ্যে সেটা আবার কমে ৫ থেকে ১০ ভাগ হয়ে গেছে। ঢাকা শহরে যদি ৩০ দিন এক কোটি মানুষকে মাস্ক পরানো শুরু হয়, তবে যে হারে রোগটি বাড়বে, তা যদি ৫ ভাগ হয়ে যায়, তবে ৩০ দিন পর হাসপাতালের অবস্থা এক রকম থাকবে না।

দেশে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে প্রায় ১৬ লাখ, এবং মৃত্যুর সংখ্যা ২৮ হাজারের বেশি।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন