অনলাইন ডেস্ক:
রাজধানীর মিরপুরের রূপনগরে ৭ বছর বয়সী এক শিশু ইব্রাহিম (৭০) নামে এক বৃদ্ধের লালসার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরীক্ষা-নিরীক্ষার জন্য শিশুটিকে শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিশুটির মা জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান নিয়ে রূপনগর এলাকায় থাকেন তিনি। নিজে কিছুটা অসুস্থ হওয়ায় দুপুরে বৃষ্টির সময় তিনি বাসায় শুয়ে ছিলেন। তাকে বলেই শিশুটি তখন বৃষ্টিতে ভিজতে বের হয়। কিছুক্ষণ পর প্রতিবেশীর মাধ্যমে খবর পান, ইব্রাহিম নামে এক বৃদ্ধ তার শিশুকন্যাকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেছেন। প্রতিবেশীরা ওই বৃদ্ধকে হাতেনাতে আটক করেন।
তিনি আরও জানান, শিশুটি যখন বৃষ্টিতে ভিজছিল তখন ওই বৃদ্ধ তার হাতে ২০ টাকা ধরিয়ে দিয়ে নিজ ঘরে নিয়ে যান। এরপর তাকে ধর্ষণ করেন। ওই বৃদ্ধের শাস্তি দাবি করেন তিনি।
রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।