হোম জাতীয় রাজধানীতে মাটি খুঁড়ে তরুণীর মরদেহ উদ্ধার

জাতীয় ডেস্ক :

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মাটিচাপা দেয়া অবস্থায় অজ্ঞাতনামা (২২) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) সকালে ৩০০ ফিট রাস্তার পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ জানান, শনিবার সকালে খিলক্ষেত এলাকার ৩০০ ফিট রাস্তার পাশে মাটিচাপা দেওয়া অবস্থায় ওই তরুণীর মরদেহ দেখতে পাওয়া যায়। পরে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। শুক্রবার দিবাগত রাতে কোনো একসময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

তিনি বলেন, তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সিআইডির ফরেনসিক টিম ইতোমধ্যে ওই তরুণীর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। এছাড়া ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন