হোম জাতীয় রাজধানীতে মসজিদে মারামারি, ব্যবসায়ীর মৃত্যু

জাতীয় ডেস্ক:

রাজধানীর নীলক্ষেতে মসজিদে দুই মুসল্লির হাতাহাতি ঠেকাতে গিয়ে শামসুল হক (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুকে কিল-ঘুষি লাগায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

বুধবার (২৬ জুলাই) আসর নামাজের পর নীলক্ষেত জিলানী মার্কেটের তৃতীয় তলায় পাঞ্জেগানা মসজিদে এই হাতাহাতির ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় শামসুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, শামসুল হকের বাসা হাজারীবাগ ৮ নম্বর কুলাল মহল লেনে। জিলানী মার্কেটের দ্বিতীয় তলায় ‘জীবন সাথী’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে তার।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া গোলাম সাব্বির এরশাদ জানান, শামসুল হকসহ তারা সাদপন্থি তাবলিগ জামাত করেন বিধায় যুবায়ের পন্থি আনোয়ার হাওলাদার (৪০) তাদের কটু ভাষায় শাসিয়ে মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন। এতে প্রতিবাদ করায় আনোয়ার তার পাঞ্জাবির কলার ধরে টেনে মসজিদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন আনোয়ারকে বাধা দেন শামসুল হক। ক্ষিপ্ত হয়ে তার বুকে কিলঘুষি মারেন আনোয়ার।

এতে মসজিদের ভেতরেই অচেতন হয়ে পড়েন শামসুল। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার ও পরিচিত ব্যবসায়ীরা অভিযোগ করছেন, তাকে মারধর করা হয়েছে, সে জন্য তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন