জাতীয় ডেস্ক :
রাজধানীর আজিমপুরে বাস থেকে আলমগীর হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৮ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আলমগীর হোসেনের ভাগিনা জাকিরুল ইসলাম জানান, আলমগীরের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায়। তার বাবার নাম আ. সাত্তার। তিনি বর্তমানে পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় থাকেন। সেখানে একটি পলিথিন কারখানা রয়েছে তার।
তিনি জানান, সকালে পাওনা টাকার তাগাদার জন্য গাজীপুর যান আলমগীর। দুপুরে সেখান থেকে বাসে ঢাকায় ফেরেন। পরে তারা খবর পান, আজিমপুর বাসস্ট্যান্ডে একটি বাসের ভেতর অচেতন অবস্থায় পড়ে আছেন আলমগীর। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি। তার সঙ্গে ৮ লাখ টাকা ছিল। সেই টাকা আর পাওয়া যায়নি বলেও জানান জাকিরুল ইসলাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে আনার পর তার স্টোমাক ওয়াশ করানো হয়। বর্তমানে মেডিসিন বিভাগে ভর্তি করে তার চিকিৎসা দেয়া হচ্ছে। অচেতন করে তার কাছে থাকা ৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে।