হোম জাতীয় রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী আহত

জাতীয় ডেস্ক:

রাজধানীর শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি শপিং মলের সামনে দুর্বৃত্তের গুলিতে মো. মানিক (৪৫) মিয়া নামে এক পরিবহন ব্যবসায়ী আহত হয়েছেন।

রোববার (৩০ জুলাই) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, বিকেলে শান্তিনগর থেকে মালিবাগের দিকে হেঁটে যাচ্ছিলেন মানিক। এ সময় কে বা কারা গুলি করলে তিনি গুলিবিদ্ধ হন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন