জাতীয় ডেস্ক :
রাজধানীর সবুজবাগের মাদারটেক এলাকার একটি বাসার দরজা ভেঙে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম লাবনী আক্তার (৩০)। তার স্বামী অভিজিৎ সোহাগ পুলিশ কনস্টেবল।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সবুজবাগ থানা পুলিশ মাদারটেক চৌরাস্তা পাবনা গলির একটি বাসা থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
সবুজবাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ আমিনুল ইসলাম জানান, পুলিশ কনস্টেবল অভিজিৎ তার স্ত্রী লাবনীকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। অভিজিৎ হিন্দু ধর্মাবলম্বি হলেও স্ত্রী লাবনী মুসলমান ছিল। পারিবারিক কোনো কারণে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিজিৎ ঢাকা জেলায় (মিলব্যারাক) পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত আছে। লাবনীর বাবার বাড়ি খুলনা ও স্বামীর বাড়ি মাদারীপুরে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
