জাতীয় ডেস্ক:
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণপূর্ত মন্ত্রণালয়ের একটি গাড়ি, একটি প্রাইভেট কার ও যাত্রীবাহী রিকশার ওপরে বড় আকৃতির একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন: গণপূর্ত মন্ত্রণালয়ের গাড়ির চালক ও তার পাশের যাত্রী, রিকশা চালক ও যাত্রী। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ করেই কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে। রিকশার যাত্রীর মাথায় গাছের ডাল ঢুকে গেছে বলে জানান তারা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গাড়ির ওপর ভেঙে পড়েছে কৃষ্ণচূড়া গাছ। ছবি: সময় সংবাদ
পলাশী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ করছেন। এ ঘটনায় ওই সড়কে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।