জাতীয় ডেস্ক :
বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রচার ও শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনকে ভিন্নখাতে নিতে বিদেশ থেকে টাকা আসার প্রমাণ পাওয়ার দাবি করেছে র্যাব। রাজধানীর স্বামীবাগ থেকে ৫ যুবককে গ্রেপ্তার বিষয়ে ব্রিফ করতে গিয়ে র্যাব এ তথ্য জানিয়েছে। তবে, বিদেশ থেকে কারা অর্থ দিচ্ছে এ বিষয়ে র্যাব সুনির্দিষ্ট করে কিছু বলেনি।
র্যাব জানাচ্ছে, শিক্ষার্থীদের সাম্প্রতিক নিরাপদ সড়ক আন্দোলনের সময় ঘোলা পানিতে মাছ শিকার করতে তৎপর হয়ে ওঠে কয়েকটি চক্র। তাদের হাতিয়ার ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপপ্রচার। র্যাব-৩ এর সাইবার টিম তাদের নজরদারিতে থাকা এমন ৫ যুবককে বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগের একটি বাসা থেকে গ্রেপ্তার করে।
শুক্রবার (১০ ডিসেম্বর) এ নিয়ে করা ব্রিফিং এ র্যাব জানায়, যুবকদের কাছ থেকে লিফলেট, ২ লাখ টাকা, পোর্টেবল হার্ডডিস্কসহ ভিডিও কন্টেন্ট তৈরি বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, নিরাপদ সড়ক আন্দোলন বা ছাত্র আন্দোলনকে উসকে দিয়ে ভিন্নখাতে প্রবাহিত করার ভিন্ন লিফলেট আমরা পেয়েছি। গ্রেপ্তারকৃতরা প্রায় এক বছর যাবত এখানে অবস্থান করছিল। দেশের বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসেছে। ষড়যন্ত্রের নীতি ও কৌশল নির্ধারণে তারা সম্পৃক্ত ছিল।
র্যাব বলছে, যুবকদের ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ বিরোধী প্রচারণার অর্থের যোগান আসত বিদেশ থেকে।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে প্রায় দুই লাখ টাকা উদ্ধার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি, এই অর্থ বিভিন্ন দেশ থেকে এসেছে। দেশে অরাজকতা তৈরির বিভিন্ন অপপ্রয়াস তাদের মধ্যে ছিল।
ফেসবুকে ক্লোজড গ্রুপের মাধ্যমে এই চক্রটি নিজেদের মধ্যে যোগাযোগ করতো বলেও জানিয়েছে র্যাব।