জাতীয় ডেস্ক :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে রাঙ্গামাটি শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (৬ আগস্ট) সকাল থেকে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। এ কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে শহরবাসীকে।
চালকদের অভিযোগ, ভাড়া নিয়ে আজ শনিবার সকাল থেকে যাত্রীদের সঙ্গে চালকদের তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এ কারণে জেলা প্রশাসন থেকে নতুন ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত শহরের একমাত্র গণপরিবহন অটোরিকশা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাদের দাবি, জেলা প্রশাসন দ্রুত ভাড়া নির্ধারণ করে দিলেই পুনরায় যানবাহন চালু করবেন। অন্যদিকে বিআরটিসি ছাড়া কোনো বাস শহর ছেড়ে যাচ্ছে না।
এ বিষয়ে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, প্রজ্ঞাপন জারি হলে কী সিদ্ধান্ত হয়, সেটা দেখার পর আমরা সিদ্ধান্ত নেব। আগামীকাল বেলা ১১টায় সভা আহ্বান করা হয়েছে।