জাতীয় ডেস্ক:
রাঙামাটির লংগদুতে বন্যহাতির আক্রমণে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২০ আগস্ট) সন্ধ্যায় লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের চাসটিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. ফয়সাল (১৪)। সে পশ্চিম চাইল্যাতলী এলাকার শফিক হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাতের বেলা একপাল বন্যহাতি চাইল্যাতলী এলাকার লোকালয়ে এসে বসতবাড়িতে চড়াও হয়, ভাঙচুর করে। দিনে হাতির পাল লোকালয়ের পাশে বনে অবস্থান করে। রোববার সেই এলাকা দিয়ে আসার সময় ফয়সালকে বন্যহাতি তাড়া করে। সে পালাতে গিয়ে পড়ে গেলে হাতির পাল তাকে আক্রমণ করে।
ভাসান্যাদম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হযরত আলী জানান, ফয়সাল গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ হাতির পালের সামনে পড়ে যায়। তখন সে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার সময় জঙ্গলে পড়ে যায়। তখন হাতির আক্রমণে ফয়সালের মৃত্যু হয়। খবর পেয়ে লোকজন ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পরে হাতি তাড়িয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। বন্য হাতির পালটি এখনও ওই এলাকাতেই অবস্থান করছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল উদ্দিন বলেন, ঘটনা শুনে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে কোনো অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।