হোম খেলাধুলা রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলা, ভালো আছেন নাহিদ-রিশাদ

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলা, ভালো আছেন নাহিদ-রিশাদ

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে লাগাতার প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে ভারত। এরই মাঝে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়েছে বলে জানা গেছে। এই ঘটনায় ২ জন আহত হয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি নজরদারি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল বলে অনুমান করছে পুলিশ।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশটিতে অবস্থান করছেন দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। নাহিদ পেশোয়ার জালমি ও রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন। তবে এখন পর্যন্ত ভালো আছেন এই দুই টাইগার ক্রিকেটার। বৃহস্পতিবার (৮ মে) রিশাদ ঘণ্টা তিনেক ২টি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সব ঠিকঠাক চলছে! প্রতিটি আনন্দের মুহূর্ত উপভোগ করছি।’ এরপর নাহিদের সঙ্গে একটি ছবি শেয়ার করে রিশাদ লেখেন, ‘ভ্রাতৃত্ব’।

এ দিকে ড্রোন ভেঙে পড়ায় স্টেডিয়ামের পাশের একটি রেস্তোরাঁ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। ড্রোনটি কোথা থেকে উড়েছিল এবং তাতে কোনো বিস্ফোরক বা নজরদারি সরঞ্জাম ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ফরিদ খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ হামলার প্রতিক্রিয়ায় বলেন, ‘রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে একটি ভারতীয় ড্রোন গাছে ধাক্কা মারে। অথচ স্টেডিয়ামটি পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) ম্যাচগুলি আয়োজন করছে। ভারতের কাপুরুষোচিত কাজ এগুলো। আমরা একসঙ্গে পাকিস্তান ঐক্যবদ্ধ। পাকিস্তান জিন্দাবাদ।’

এ দিকে রাওয়ালপিন্ডিতে চলছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ, যা চলবে ১০ মে পর্যন্ত। কিন্তু ভারতের হামলার ঘটনার জেরে বৃহস্পতিবার (৮ মে) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুষ্ঠেয় পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের পিএসএল ২০২৫ ম্যাচ অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে স্টেডিয়ামের আশেপাশের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন