আন্তর্জাতিক ডেস্ক:
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সোমবার (২০ মে) মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উইসমা পুত্র থেকে এক বিবৃতিতে এই শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইরানের নাগরিক ও প্রেসিডেন্টের স্বজনদের গভীর সমবেদনা জানান।
ইব্রাহিম রাইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করে আনোয়ার বলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট নিহত হওয়ার পরও উভয় দেশ মুসলিম বিশ্বের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করে যাবে।
তিনি বলেন, ‘ইব্রাহিম রাইসি ও হোসেইন আমির এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের বেশ কয়েকজন কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবার, ইরানের জনগণ এবং এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সমবেদনা জানিয়েছে।’
আনোয়ার ইব্রাহিম তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে লিখেছেন, ‘আল্লাহ তাদের আত্মার শান্তি দান করুন এবং তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন।’