নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলা রসুলপুর ফুটবল মাঠে জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় শিমুলবাড়িয়া স্পোর্টিং ক্লাবকে এক শূন্য গোলে পরাজিত করে কুলিয়া আদর্শ পল্লী মঙ্গল সমিতি।
খেলার শুরুতে আক্রমণ-পাল্টা আক্রমণ মধ্য দিয়ে দুই দল অতিবাহিত করেন। খেলার শুরুর 20 মিনিটের মাথায় কুলিয়া ফুটবল দলের ফরোয়ার্ডের রিমু পেনাল্টি বক্সের দূর থেকে কিক নিয়ে শিমুলবাড়িয়া স্পোর্টিং ক্লাবের গোলরক্ষককে বোকা বানিয়ে মায়াবী জালে জড়িয়ে দেন। ফলে এক গোলে এগিয়ে থাকে কুলিয়া ফুটবল দল।
দ্বিতীয় দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মুহুর্মুহু আক্রমণ প্রতিহত করে ক্লিয়ার গোলরক্ষক শিমুলবাড়িয়া ফুটবল দলের মধ্যমাঠের খেলোয়াড় সাহেদ পাল্টা আক্রমণে গোল পরিশোধের চেষ্টা করেন। কিন্তু প্রতিপক্ষের রক্ষণভাগ মজবুত থাকায় সেটি সম্ভব হয়নি। ফলে এক গোল হজম করে মাঠ ছাড়ে শিমুলবাড়িয়া স্পোর্টিং ক্লাব। মঞ্চে উপস্থিত থেকে উপভোগ করেন জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খানের সহোদর ভাই এম জামাল।
আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে লাল চাঁদ আলী এস,আই সাতক্ষীরা সদর, সাবেক ফুটবলার অরুণ কুমার ঘোষ, লালন, মিজানুর রহমান মিজান প্রমূখ।
ম্যাচ পরিচালনা করেন আব্দুর রহমান আসাদ, বাবর আলী, হারুন খান হারু। হাজারো দর্শকের মধ্যে ধারা বর্ণনায় ছিলেন মোঃ ইকবাল হোসেন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শিমুলবাড়িয়া স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক শাওন হাসান।
